অনুভূতিতে অন্তরীণ
লিখেছেন লিখেছেন মামুন ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ১১:২৭:১০ সকাল
অনুভূতিতে অন্তরীণ
.
একদিন অনুভূতিগুলো চীৎকার করে,
বলে, ' আমাদের রুদ্ধ করছ কেন?'
বোবা ছয় বেহারার কাঁধে চড়ে
নৈশব্দের পাল্কিরা সশব্দে ধাবিত হয় ওদেরকে সাথে নিয়ে।
.
দৃষ্টির প্রান্তসীমায় পাঁপড়িদের প্রক্ষেপন
জ্যোতিহীন অক্ষিগোলকের তীব্র চাহনিতে
অশ্রুবিন্দুতে মাখামাখি হয়ে গলে গলে পড়ে।
.
বিরহী আবেগ কালো স্ফটিকের
শ্বেতশুভ্র খোলস থেকে বের হয়ে এসে
হৃদয়ের গোপন কক্ষে নেয় স্বেচ্ছা নির্বাসন।
.
ভালোলাগা গুলো এখন বিরহী চাঁদ হয়েছে যেন,
কাছে থেকেও ওরা কত্তো দূরে দূরে! যেভাবে
তুমি আমি এই একই শহরে থেকেও, রয়ে গেছি
অনুভূতিতে অন্তরীণ অনুভূতিহীন কোনো এক নিরন্নলোকে!
বিষয়: সাহিত্য
৮৩৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এতো গভীরতায় লিখেন কেন......!!!
অনুভূতি উল্টে যায় বার বার!!
.....কষ্টগুলো অসহ্য ঝাপসা বাতাসে ঘুরে বেড়ায়,দেখা যায় না-ছোয়া যায় না, অথচ উপস্হিতির তীব্রতা ঠিকই বুঝিয়ে যায়।
আমি আসলে আমার ভিতরে কয়েকজন হয়তো। এক এক সময় এক একরকম অনুভূতি দোলা দেয়। কখনো সহজভাবে, কখনো কঠিন আন্দোলনে দীপ্ত হই। তাই সেইভাবেই লিখায়ও অনুভূতিগুলো উঠানামা করে হয়তো। আমি ঠিক বুঝি না।
ধন্যবাদ আপনাকে, অন্য চোখে গুরুকে এবং আহ জীবন ভাইকে। আপনাদের তিনজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।
আর আআম্র যে কোণো ব্যাপারে একটা তাড়া রয়েছে, তাই দ্রুত কিছু কবিতা লিখে এই অধ্যায়টি কিছু দিনের জন্য শেষ করতে চাই।
সবাই ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।
ভালো পারছি কিনা জানি না। তয় আমি বাঙ্গালী। বাঙ্গালী ফ্রী উপদেশ ভালো দিতে পারে।
আপনি আমি হলে, আমি আপনি হতাম। তখন আআব্র আমি আক্ষেপ করতাম।
সুন্দর অনুভূতির জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
আপনি আমি হলে, আমি আপনি হতাম। তখন আবার আমি আক্ষেপ করতাম।
সুন্দর অনুভূতির জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
তবে উপরের আপনার অনুভূতিগুলোর সাথে এইটি সহযোগে আমাকেও ভীষণ চিন্তিত করে দিয়েছে।
আপনার মন্তব্যগুলোর সাথে সহমত।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন